পাকিস্তানের উদ্দেশ রওনা দিয়েছে বাংলাদেশ দল ২ টেস্টের জন্য । তার আগে BCB প্রধান গাজী আশরাফ হোসেন লিপু ,সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করেন। সাংবাদিকরা অনেক প্রশ্নই করেন তাকে । সে খানে উঠে আসে সাকিব কেন দলে ।
লিপু উওর দেন সাকিব মেধার ভিত্তিতে দলে ঢুকেছেন ।তার মেধা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না কারো ।এ ছাড়া তিনি যেহেতু একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছে তার কারণে তার নিরাপত্তা নিয়ে আমরা খুব চিন্তিত । নিরাপত্তা নিশ্চিত করতে পারলে সাকিব খুব দ্রুতই দেশের মাটিতে অনুশীলন করতে পারবে ।
লিপু আরো বলেন, জাতীয় দলের থাকাকালীন অবস্থায় কোন প্লেয়ার রাজনীতি করতে পারবে কি না বা কোনো রাজনৈতিক দলের উচিত জাতীয় দলের খেলোয়াড় কে তাদের দলে ঢুকানো । খুব দ্রুতই এই প্রসঙ্গে কিছু পরিবর্তন আসবে এটারও ইঙ্গিত তিনি দিয়েছেন ।
এছাড়া সাকিব প্রসঙ্গে তিনি আরো বলেন, বাংলাদেশের সামনে যে টেস্ট সিরিজগুলো রয়েছে সবগুলোতেই সাকিবকে পাওয়া যাবে এমনটি জানিয়েছেন তিনি ।