Subscribe Us

মোহাম্মদ শামির মাংস ছাড়া চলেনা !

 মোহাম্মদ শামির খাসির মাংস ছাড়া চেলে না , শামির বুন্ধ ফাস করলেন এমেন তথ্য । বিশ্ব সেরা গতিধানব বলার শামি ক্রিকেটের জন্য সব কিছু ছাড়তে পারলেও খাসির মাংস ছাড়তে নারাজ । 



তার বন্ধু  আরো বলেন তিনি ১ দিন খাসির  মাংস ছাড়া থাকতে পারেন, কিন্তু দ্বিতীয় দিন খাসির মাংস না দিলে তিনি রেগে যাবেন ।  আর টানা তিন দিন মাংস খেতে না পারলে, জানি না কী করবে!’’ দিনে এক কেজি খাসির মাংস খাওয়া শামির কাছে কোনও ব্যাপার নয় বলে জানিয়েছেন তার বন্ধু ।




বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন শামি । চোট সারিয়ে অনুশীলন শুরু করেছেন শামি। বাংলাদেশের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজ়ে ভারতীয় দলে ফিরতে পারেন মোহাম্মদ শামি । বাংলাদেশের সাথে টেস্ট সিরিজটি অনুস্টিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.