রাজপথে নামলেন কোচ নাজমুল আবেদীন ফাহিম স্যার । শুক্রবার তাকে ছাত্রদের আন্দোলনে রাজপথে দেখা যায় । যেখানে সাকিব মাশরাফি নিশ্চুপ ভূমিকা পালন করছে আর গুটি কয়েক ক্রিকেটার শোক প্রকাশ করে কোনমতো তাদের দায়িত্ব পালন করেছে এমনটাই বোঝা যাচ্ছে।
কিন্ত কোচ নাজমুল আবেদীন ফাহিম স্যার রাজপথে নেমে শিক্ষার্থীদের সাথে একত্ব প্রকাশ করেছেন এরই সাথে তিনি আরো বলেন
‘একটা অহিংস এবং নৈতিক একটা দাবি আমাদের সাধারণ ছাত্রদের। যেটা সহজেই সমাধান করা যেত, সেটাকে যেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হলো সেটা গ্রহণযোগ্য না। আমরা যত মৃত্যু দেখেছি যত অত্যাচার দেখেছি ছাত্র ও সাধারণ মানুষের ওপর, সেটা একটা স্বাধীন দেশে গ্রহণযোগ্য না।’
কোচ নাজমুল আবেদীনের শিষ্য সাকিব মাশরাফি ক্ষমতা থাক সত্বেও নিশ্চুপ । সাকিব মাশরাফি আসিনাই তো কি হয়েছে । ছাত্রদের আন্দোলন কখনো বৃথা যায়নি এবং যাবেও না।